• ঢাকা

  •  শুক্রবার, মে ১৬, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে পূর্বশত্রুতার জেরে ভাই-বোনের উপর সন্ত্রাসী হামলা

মোঃ আরিফুল হক

 প্রকাশিত: ১৯:৪৬, ১৪ মে ২০২৫

ঈশ্বরগঞ্জে পূর্বশত্রুতার জেরে ভাই-বোনের উপর সন্ত্রাসী হামলা

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্বশত্রুতার জেরে একই পরিবারের ভাই-বোনের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উপজেলার মাকড়ঝাপ এলাকায়। এ সময় হামলাকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার রাতেই আহতদের বড় ভাই আঃ হাকিম বাদী হয়ে ৫ জন অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। 

অভিযুক্তরা হলেন মাকড়ঝাপ গ্রামের মোঃ আঃ বারেক এর মোঃ আঃ হাকিম (৩০), আঃ হেলিমের ছেলে মোঃ সাইম (২২), মোঃ কাউসার (২০), মৃত সিরাজ আলীর ছেলে মোঃ জিল্লুর রহমান (৩০) ও মোঃ আঃ হেলিমের স্ত্রী মোছাঃ শামছুন্নাহার (৪৭)। 

অভিযোগসূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোঃ শরীফ মিয়া (২২) অটোরিকশাযোগে সুটিয়া বাজারে যাওয়ার পথে মাকড়ঝাপ এলাকায় ওঁত পেতে থাকা আসামীগণ তাহার পথরোধ করে ধারালো দা, লোহার রড ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায়। আসামীদের হামলায় শরীফ মিয়ার মুখে আঘাত লেগে গুরুতর আহত হয়। এ সময় তার ব্যাগে থাকা ২ লাখ ৭২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শরীফ মিয়াকে বাঁচাতে তার বোন মাহমুদা আক্তার ঘটনাস্থলে আসলে তাকেও আসামীগণ মারধর করে এবং তার গলায় থাকায় ২ লাখ ২৫ হাজার টাকা দামের স্বর্নের চেইন নিয়ে যায়। 

এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ওবায়দুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: