ঈশ্বরগঞ্জে এক রাতে ৮ গরু চুরি

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুল্লাপাড়া গ্রামে এক রাতে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোর চক্র গৃহস্থদের গোয়ালঘরে হানা দিয়ে গরুগুলো নিয়ে চম্পট দেয়। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
চুরি হওয়া গরুগুলোর মধ্যে আবু সায়িদ ভূঁইয়ার একটি ষাঁড়, একটি বকনা ও একটি দুধেল গাভী রয়েছে। আব্দুল লতিব ভূঁইয়ারও চুরি হয়েছে ৩টি গরু। অপরদিকে, আবুল কাশেম ভূঁইয়ার গোয়ালঘর থেকে চুরি গেছে ২টি বকনা গরু।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় গরু চুরির ঘটনা বাড়ছে। বারবার আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গরুর মালিক আবু সায়িদ ভূঁইয়া বলেন, “রাতে সবকিছু ঠিকঠাক ছিল। ফজরের নামাজ পড়ে দেখি গোয়ালঘর ফাঁকা। আমার তিনটি গরু ছিল, সবই নেই। প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। তারা দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুল রহমান বলেন, “ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: