• ঢাকা

  •  সোমবার, মে ১২, ২০২৫

জেলার খবর

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৫:৩৭, ১২ মে ২০২৫

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহ

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ও ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। 

রবিবার (১১ মে) সন্ধ্যার দিকে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা এলাকায় ও মরাকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাড়েরা এলাকায় আব্দুল মজিদের ছেলে সজিব (২০) ও মরাকুড়ি এলাকার মৃত আফসার আলীর ছেলে সুরুজ মিয়া (৫৫)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঝড় শুরু হলে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা এলাকায় একটি গাছের নিচে আশ্রয় নেন সজিব। এ সময় হঠাৎ করে তার ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে মরাকুড়ি এলাকায় সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঝড় শুরু হলে গাছের একটি ডাল তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসবিডি/এবি

মন্তব্য করুন: