তারাকান্দায় বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

তারাকান্দা থানা
ময়মনসিংহের তারাকান্দায় বজ্রপাতে মো. মজিবুর রহমান (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেল চারটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. মজিবুর রহমান একই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। তিনি কৃষিকাজ করেন জীবীকা নির্বাহ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান।
তিনি বলেন, বিকেল চারটার দিকে বাড়ির পাশে ক্ষেত থেকে ধান আনতে মাঠে যান মজিবুর। এ সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান মজিবুর। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
এসবিডি/এবি
মন্তব্য করুন: