গৌরীপুর স্বজনের উদ্যোগে ‘বাল্যবিয়ে লাল কার্ড প্রদর্শন’

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর স্বজন সমাবেশের একুশতম বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর/২৫) উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ে ‘বাল্যবিয়েকে না বলুন’ স্লোগানে লাল কার্ড প্রর্দশন, বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক আফিয়া আমিন পাপ্পা। তিনি বলেন, বাল্যবিয়ের কারণে মাতৃমৃত্যু-নবজাতক শিশু মৃত্যু বাড়চ্ছে। কিশোরী মা’র রক্তশূন্যতা, শিশুর অপুষ্টির প্রধান কারণ হলো বাল্যবিয়ে। যা পারিবারিক সমস্যাও সৃষ্টি করছে। সবাইকে সচেতন হতে হবে। বাল্যবিয়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস্ সম্পাদক মো. ছাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। ‘বাল্যবিয়ে; মাতৃ ও শিশু মৃত্যু বাড়ায়, বাড়ে সামাজিক-পারিবারিক কলহ, দ্বন্ধ-সংঘাত’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক মো. সেলিম, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গৌতম চন্দ্র রায়, রতন চন্দ্র দেবনাথ, সঞ্জয় কুমার দাস, মুহাম্মদ সাইফুল ইসলাম খান, মো. নুরুল হক, দেলোয়ারা বেগম, ফেরদৌসি বেগম, সহকারী শিক্ষক মো. নাজমুল ইসলাম, আবু সিদ্দিক মো. আলমগীর, ফওজিয়া আক্তার, কামরুল ইসলাম রাসেল, মোহর মিনজ, ট্রেড ইন্সট্রাক্টর মো. আজিজুল হক, আবু সাদাত মো. সামিউল হক, সহকারী শিক্ষক মো. আব্দুল মজিদ, সুমন চন্দ্র পন্ডিত, মো. আল আমিন, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, এসটি বাংলাটিভির প্রতিনিধি আব্দুর রউফ দুদু, স্বজন নুরুল আমিন, সুলতান আহম্মেদ, রাকিবুল হাসান, মো. নজরুল ইসলাম, হোসেন আলী, মতিউর রহমান, রাকিবুল ইসলাম প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: