• ঢাকা

  •  রোববার, অক্টোবর ৫, ২০২৫

জেলার খবর

তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

 প্রকাশিত: ২০:২১, ২ অক্টোবর ২০২৫

তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর স্বজনের একুশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) তিন শতাধিক শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু। তিনি বলেন, সবুজ পৃথিবীর জন্য আমাদের এখন লড়াই করতে হবে। প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই। বিশুদ্ধ অক্সিজেনের জন্য যে পরিমাণ গাছ প্রয়োজনের তা নেই। নতুন প্রজন্ম বিশুদ্ধ অক্সিজেন দেয়া ও প্রকৃতি-পৃথিবী রক্ষায় বৃক্ষরোপনের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, সতিশা যুব ও কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ, উপজেলা স্বজনের সহসভাপতি মোশাররফ হোসেন সোহেল, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি মো. শামীম আনোয়ার, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রমজান, যুবদল নেতা মো. আল আমিন, মো. সোহাগ মিয়া, মো. জুয়েল মিয়া, আনোয়ার হোসেন, ছাত্রনেতা মো. মোস্তাকিম হোসেন বাবু, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: