শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গৌরীপুর পৌরসভার মতবিনিময় সভা

ছবি- সংগৃহীত
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পক্ষ থেকে স্থানীয় হিন্দু ধর্মালম্বী ও পূজামণ্ডপ প্রতিনিধিদের সাথে মতবিনিময় করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর পৌরসভার সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা।
গৌরীপুর পৌরসভার সহকারি প্রকৌশলী মদন মোহন দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গৌরীপুর পৌর কমিটির আহবায়ক আলী আকবার আনিছ, সদস্য সচিব সুজিত কুমার দাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার সভাপতি ডা. আব্দুন নূর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভাট, গৌরীপুর পৌরসভার সচিব হাসান জাকির, গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ওয়ারেন্ট অফিসার আনোয়ারুল হোসেন, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব অমল চন্দ্র দাস, গৌরীপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ শামসুদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়ব্রত নাগ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম সমন্বয়কারী আশিক পাঠান, গৌরীপুর ধানপাট ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম আলী আহম্মদ, গৌরীপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুল আলম ফারুক, গৌরীপুর ব্যাবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইউসুফ আলী, সিনিয়র সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, বিএনসিসি প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেন , প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব প্রমুখ ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: