• ঢাকা

  •  রোববার, অক্টোবর ৫, ২০২৫

জেলার খবর

গৌরীপুর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রদল

 প্রকাশিত: ১৬:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

গৌরীপুর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ করল ছাত্রদল

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষার্বষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
মিছিল পরবর্তী আলোচনা সভায় গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহিন আলম বলেন, ‘একটা সময় যারা ছাত্র রাজনীতি যারা করতো সাধারণ মানুষ তাদেরকে ভিন্ন চোখে দেখতো, বলতো এদের দিয়ে কিছু হবেনা কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানে পর মানুষের সে ধারণা বদলেছে। আমাদেরকে আমাদের ক্যারিয়ার নিয়ে যেমন ভাবতে হবে তেমনি দেশ নিয়েও ভাবতে হবে। ক্যাম্পাসে আমাদের ভিশন হলো সন্ত্রাস, নৈরাজ্য দূরীকরণ ও মাদকমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা,।
‎গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শাকিল বলেন, ‘ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতিকে ধারণ করে সাধারণ ছাত্র ছাত্রীর কল্যাণের জন্য ছাত্ররাজনীতি করে। ছাত্রদল শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করে সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা গৌরীপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে বদ্ধ পরিকর। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই, সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকতে চাই,।
আলোচনা সভায় আরো বক্তব্য দেন গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. নাজমুল হাসান , যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান সিয়াম, দপ্তর সম্পাদক আলম খান, কলেজ ছাত্রদল নেতা কাইয়ুম, বিপ্লব, নাসিম, মেহেদি, ইসমাইল, ফয়সাল, রাকিব প্রমুখ।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: