• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিনোদন

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৭:৪৮, ১৪ অক্টোবর ২০২২

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমনের গান বাংলাদেশ জাতীয় জাদুঘরে পরিবেশনের অনুমতি না দেওয়ায় সমালোচনার মধ্যে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তাকে গান পরিবেশনের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার সংবাদমাধ্যমকে জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার থেকে তাকে গানের আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জাতীয় জাদুঘর কেপিআইভুক্ত এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে একজন জনপ্রিয় বিদেশি শিল্পী গান পরিবেশন করবেন। ভিড় হবেই। সাধারণ কোনো অনুষ্ঠান হলে আমরা অনুমতি দিতাম।’

এর আগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা ছিল আয়োজকদের। সেই মোতাবেক টিকিটও বিক্রি করা হয়েছে। ইতোমধ্যে কবীর সুমন ঢাকায় পৌঁছেছেন। এই অবস্থায় ডিএমপি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় জাতীয় জাদুঘরে এ অনুষ্ঠানের অনুমতি দেয়নি।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা রয়েছে কবীর সুমনের।

অক্টোবর ১৪, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: