• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২০, ২০২৪

অর্থ ও কৃষি

তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ১৭:১৬, ১৮ মার্চ ২০২৩

তাড়াশে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ কৃষি সম্প্রসারণের আয়োজনে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মসগুল আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন,  কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মমিনসহ আরো অনেকে।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন  বলেন, দেশে কৃষির উৎপাদন বেড়েছে। বর্তমান সরকার কৃষিতে পর্যাপ্ত ভর্তুকির মাধ্যমে যথাসময়ে কৃষকের চাহিদা অনুযায়ী সার-বীজ ও কীটনাশক সরবরাহ করে যাচ্ছে। এই মেলার মাধ্যমে সরকারের কৃষি এবং অর্থনীতির উন্নয়নের তথ্য জনগণের দোরগোড়ায় পৌঁছাবে।

মার্চ ১৮, ২০২৩

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: