করমণ্ডল দুর্ঘটনা: বাংলাদেশ উপ-হাইকমিশনের হটলাইন

ছবি: সংগৃহীত
ভারতের ওড়িশা রাজ্যে তিনটি ট্রেনের পরস্পরের সাথে ধাক্কা লেগে অন্তত ২৩৩ জন নিহত হয়েছেন। আহত আরো ৯০০ জনকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার পর শুক্রবার রাতে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে।
সেখানে উল্লেখ করা হয়, সাধারণত বাংলাদেশিরা চিকিৎসার জন্য চেন্নাই যাওয়া আসা করতে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করে থাকেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি কোনো নাগরিক দুর্ঘটনা কবলিত ট্রেনে ছিল কিনা, সে বিষয়ে খোঁজ রাখতে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন রেল কর্তৃপক্ষ ও ওড়িষ্যার রাজ্য সরকারের সাথে যোগাযোগ রাখছে।
এ বিষয়ে তথ্যের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে উপ-হাইকমিশন। হটলাইন নম্বর: +91 90 38 35 35 33 (হোয়াটসঅ্যাপ)।
> ভারতে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩
জুন ৩, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: