• ঢাকা

  •  রোববার, অক্টোবর ৫, ২০২৫

জেলার খবর

গৌরীপুরকে পর্যটন কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

 প্রকাশিত: ২২:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

গৌরীপুরকে পর্যটন কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন

ছবি- সংগৃহীত

প্রত্ন রত্নে ভরপুর ময়মনসিংহের গৌরীপুরকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার দাবিতে বিশ্ব পর্যটন দিবসে শনিবার (২৭ সেপ্টেম্বর) কালিখলা এলাকায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ।
বক্তারা বলেন, গৌরীপুরকে পর্যটন এলাকা ঘোষণা এটি দীর্ঘদিনের দাবি। বীরঙ্গনা সখিনার সমাধিস্থল, রামগোপালপুরের ঐতিহ্যবাহী সিংহদরজা, জমিদারবাড়ি, ও গৌরীপুরের জমিদার বাড়িগুলো অযত্নে ধ্বংস হচ্ছে। রামগোপালপুর জমিদার বাড়ি ও গৌরীপুরে অনেকগুলো জমিদার বাড়ির জমি বেদখল এবং মালামাল চুরি হচ্ছে। তাই প্রত্ন রত্ন রক্ষায় অবিলম্বে গৌরীপুরকে পর্যটন এলাকা ঘোষণার দাবি জানাচ্ছি। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন সমন্বিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. রাজেন্দ্র দেবনাথ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহেল, ব্যবসায়ী চন্দন কুমার এস, হাবিবুর রহমান কাজল, মো. হারুন মিয়া, মো. সুমন মিয়া, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, মানব জমিনের গৌরীপুর প্রতিনিধি শামীম হোসেন আলভী, প্রতিদিনের বাংলাদেশের গৌরীপুর প্রতিনিধি শামীম আনোয়ার, সতিশা ও যুব কিশোর সংঘের সভাপতি মো. অলি উল্লাহ প্রমুখ।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: