• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বেতালা

দুই ছাগল বিক্রি হলো ৫১ লাখ টাকা

নিউজ ডেস্ক:

 আপডেট: ১৭:৩৪, ৩০ জুন ২০২৩

দুই ছাগল বিক্রি হলো ৫১ লাখ টাকা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষ্যে বাজারে দুইটি ছাগল বিক্রি হলো ৫১ লাখ রুপি। ছাগলের শরীরে আরবি হরফে ‘আল্লাহ’ লেখা সদৃশ ‘জন্মদাগ’ থাকায় আকাশছোঁয়া দাম ওঠে সালমান এবং ঘনী নামে এই দুটি ছাগলের। 

ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের বকরা মান্ডিতে এই ছাগল বিক্রি ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে।

প্রতিবছরই ঈদুল আজহার আগে লখনউয়ের বকরা মান্ডিতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমে। এ বছর প্রায় এক লাখ ছাগল কেনাবেচা হয়েছে বলে খবর।

বরবরি, তোতাপরী, পাঞ্জাবি পানের মতো নানা প্রজাতির ছাগল বিক্রি হয় এই হাটে। ছাগলের দামই শুরু হয় ১০ হাজার টাকা থেকে। তবে দামের নিরিখে চলতি বছর সকলকে ছাপিয়ে গেছে সালমান এবং ঘনী।

কারণ সালমান এবং ঘনীর কানের পাশের পবিত্র জন্মদাগ। যেন আরবিতে লেখা ‘আল্লা’! তাতেই কেল্লা ফতে। দু’টি ছাগল বিক্রি হয় ৫১ লাখ টাকায়।

ছাগল দু’টির মালিক বছর ৪৫-এর মুস্তাক আহমেদ জানান, বছর খানেক আগে রাজস্থান থেকে কিনেছিলেন ঘনীকে। ৬৫ কেজির সলমানের জন্ম মুস্তাকের বাড়িতেই। দুই ছাগলের যত্নআত্তিতে বিন্দুমাত্র কসুর করেননি তিনি। দু’টির জন্য ছিল বিশেষ ডায়েটের বন্দোবস্ত। সেই কারণেই তাদের ঝলমলে মাংসল চেহারা। যা ক্রেতাদের পছন্দের শীর্ষে।

জুন ২৯, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: