• ঢাকা

  •  বুধবার, মে ১, ২০২৪

বেতালা

গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম উঠলো এই মুরগির

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১২:৪৫, ৩০ জুন ২০২৩

গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম উঠলো এই মুরগির

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত মুরগি হিসাবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়ছে যুক্তরাষ্ট্রের মিশিগানের পিনাট নামের একটি মুরগি। পিনাটের বয়স ২০ বছর ৩০৫ দিন (১ মার্চ ২০২৩ পর্যন্ত)।

২০০২ সালের বসন্তে জন্ম পিনাটের। তবে মা, ভাই-বোনদের সঙ্গে বেড়ে উঠতে পারেনি সে। একা একাই বড় হয়েছে। 

পিনাটের জন্মের আগেই তার ডিম ফেলে রেখে অন্য বাচ্চাদের নিয়ে তার মা চলে যায়। 

পিনাটের মালিক মার্সি ডারউইন পিনাটের মায়ের ফেলে যাওয়া ডিমটিকে নষ্ট ভেবে জলে ফেলতে যাচ্ছিলেন। তখন খেয়াল করেন যে একটি মুরগি ডিম ফুটে বের হচ্ছে। সেই থেকেই মার্সির সঙ্গে আছে পিনাট।
 
মার্সি জানিয়েছেন, পিনাটের খাবারের তালিকায় থাকে তাজা সবজি, ফল, দই, ভিটামিন ডি ট্যাবলেট, পরিষ্কার জল। 

মার্সি ডারউইন, একজন অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক৷ তিনি বলেন, মুরগিটি বান্টাম প্রজাতির। ব্যান্টামগুলি প্রমিত আকারের মুরগির চেয়ে ছোট।

মুরগির জীবনকাল ব্যাপকভাবে পরিবর্তিত হয়। যেখানে গড় আয়ু প্রায় ৫ থেকে ১০ বছর হয়। এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক মুরগি যুক্তরাষ্ট্রের মাফি (Muffy)। এটি ১৯৮৯ সালে জন্মে ২০১২ সাল পর্যন্ত বেঁচে ছিল (২৩ বছর ১৫২ দিন।

এসবিডি/এবি/

মন্তব্য করুন: