• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রবাসের কথা

মালদ্বীপে দূতাবাস থেকে বিমানের টিকেট পেলেন অসুস্থ মীরজাহান

মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে:

 আপডেট: ০৮:৪৮, ১৯ জানুয়ারি ২০২৩

মালদ্বীপে দূতাবাস থেকে বিমানের টিকেট পেলেন অসুস্থ মীরজাহান

মালদ্বীপ: মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন থেকে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী মোহাম্মদ মীরজাহান মিঞাকে উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার বিমানের টিকিট দেওয়া হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল থেকে এই টিকেট হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, মোহাম্মদ মীরজাহান মিঞা মালদ্বীপে নির্মাণাধীন ভবণে কাজ করার সময় পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তিনি ঠিকমতো কাজ করতে না পারায় দেশে যেতে বাধ্য হন। তার উন্নত চিকিৎসা প্রয়োজনে ১৯ জানুয়ারি তিনি বাংলাদেশে ফিরে যাবেন। তার বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জে।

এই টিকিট হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন - বাংলাদেশ  হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।

জানুয়ারি ১৯, ২০২৩

এমএকে/এবি/

মন্তব্য করুন: