• ঢাকা

  •  বুধবার, মে ৮, ২০২৪

খেলার মাঠে

নেপালকে হারিয়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ২৩:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২২

নেপালকে হারিয়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়েছেন সাবিনারা। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ফুটবলের শিরোপা আসলো বাংলাদেশের ঘরে। 

এই জয়ে শামসুন্নাহার করেছেন প্রথম গোল। পরের দুটি গোল করেছেন কৃষ্ণা রানী সরকার। 

ব্যবধান ২–০ হওয়ার পর নেপালের গোলটি করেন অনিতা বাসনেত।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৪৭। নেপালের ১০২।  এর আগে বাংলাদেশ–নেপাল ৮ বারের সাক্ষাতে ৬ বার জয় নেপালের। ২ বার ড্র।

ম্যাচের প্রথম মিনিটেই সুযোগ ছিল বাংলাদেশের গোল পাওয়ার।  বক্সের বাইরে থেকে নেওয়া মারিয়ার দূরপাল্লার শট নেপালের গোলরক্ষক আনজিলা সুব্বা আটকালেও পুরোপুরি গ্লাভসে জমাতে পারেননি। সিরাত জাহানের শট শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে ফেরান আনজিলা। 

চোট নিয়েই আজ খেলতে নেমেছিলেন স্ট্রাইকার সিরাত জাহান। কিন্তু মাঠে নেমে তিনি ব্যথায় কাতর হওয়ায় ১৩ মিনিটেই কোচ গোলাম রব্বানী তাকে তুলে নিয়ে বদলি হিসেবে নামান শামসুন্নাহার জুনিয়রকে। 

ম্যাচের ১৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে মনিকার বাড়ানো বলে দারুণ ফ্লিকে গোল করেন শামসুন্নাহার। 

৩৪ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি–কিক নেন নেপালের দীপা শাহি। কিন্তু শটটি দারুণ দক্ষতায় ফিস্ট করেন রুপনা। গোল শোধে মরিয়া নেপাল তখন পাল্টা আক্রমণে ব্যস্ত। 

৪১ মিনিটে সাবিনার ডিফেন্স চেরা পাস ধরে বক্সে ঢোকেন কৃষ্ণা। দুর্দান্ত হাওয়ায় ভাসানো শটে গোলকিপার আনজিলার মাথার ওপর দিয়ে বল জড়ান জালে ২-০।

পিছিয়ে পড়া নেপাল তখন মরণকামড় দিতে ব্যস্ত। ম্যাচের ৬৯ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢোকেন অনিতা। শামসুন্নাহারকে ফেলে সহজেই ঢুকে যান বক্সে। এরপর কোনাকুনি শটে বাংলাদেশের জালে জড়িয়েছেন বল। 

নেপালের বক্সের সামান্য বাইরে থেকে সাবিনার বাড়িয়ে দেয়া বলে আবারো বক্সে ঢোকেন কৃষ্ণা। সামনে তখন শুধুই নেপালের গোলরক্ষক আনজিলা। সহজেই প্লেসিংয়ে কৃষ্ণা করেন ৩-১। 

সেপ্টেম্বর ১৯, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: