• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

খেলার মাঠে

রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাবনা-ঢাকা

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ২০:৪২, ১৫ অক্টোবর ২০২৩

রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পাবনা-ঢাকা

ছবি: সময়বিডি.কম

পাবনা: পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হচ্ছে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩। রানা মাস্টার স্মৃতি সংসদ ও চাটমোহর সবুজ সংঘের আয়োজনে চলমান এ খেলায় ফাইনালে উঠেছে মুলগ্রাম ফুটবল একাদশ (পাবনা) ও পলক ফুটবল একাদশ গুলশান-২ ঢাকা।

শনিবার (১৪ অক্টোবর) দ্বিতীয় সেমি ফাইনালে মুলগ্রাম ফুটবল একাদশ (পাবনা) ৩-০ গোলে সৈয়দপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে। 

এর আগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) প্রথম সেমি ফাইনালে পলক ফুটবল একাদশ গুলশান-২ ঢাকা ২-০ গোলে অভয়নগর ফুটবল একাদশ, যশোরকে পরাজিত করে। 

আগামী ৪ নভেম্বর চাটমোহর আরসিএন অ্যান্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক বালুচর মাঠ) ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

গত ২২ সেপ্টেম্বর এ খেলা উদ্বোধন হয়। আটটি দল এ খেলায় অংশ গ্রহণ করে। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ফাইনাল খেলায় পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অক্টোবর ১৫, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: