• ঢাকা

  •  রোববার, এপ্রিল ২৮, ২০২৪

খেলার মাঠে

জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা:

বিভাগে পর্যায়ে লড়বে হরিপুর মাদরাসার ফারাবী ও আঁখি

পাবনা প্রতিনিধি:

 প্রকাশিত: ০৯:০১, ১৮ জুলাই ২০২৩

বিভাগে পর্যায়ে লড়বে হরিপুর মাদরাসার ফারাবী ও আঁখি

ছবি: সময়বিডি.কম

পাবনা: চলমান জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে চাটমোহরের হরিপুর মসজিদ পাড়া সিদ্দিকিয়া আলীম মাদরাসার দুই শিক্ষার্থী।

গত রবিবার (১৬ জুলাই) জেলা পর্যায়ে কেরায়েত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মাদরাসাটির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বায়েজীদ আল ফারাবী। 

সোমবার (১৭ জুলাই) মেয়েদের ব্যাডমিন্টন এককে প্রথম স্থান অর্জন করেন দশম শ্রেণীর শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা আঁখি। 

আগামি শুক্রবার তারা বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। 

বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে ফারাবী ও আখি যেন জাতীয় পর্যায়ে ভালো করতে পারে এজন্য তারা সকলের দোয়া কামনা করেছে।
 
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুস সামাদ আজাদী জানান, এ অর্জনে আমরা খুশি। ক্রিড়া শিক্ষক অক্লান্ত পরিশ্রম করেছেন। আমিও দেখভাল করেছি। সব মিলিয়ে একটা ভালো ফল পেয়েছি। আশা করছি জাতীয় পর্যায়েও ওরা সুনাম বয়ে আনবে।

জুলাই ১৭, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: