• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

খেলার মাঠে

৩৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন নারী ক্রিকেটাররা

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১০:১০, ২৪ জুলাই ২০২৩

৩৫ লাখ টাকা বোনাস পাচ্ছেন নারী ক্রিকেটাররা

ঢাকা: ভারতের বিপক্ষে পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স ও সিরিজ ড্র করায় জাতীয় দলের নারী ক্রিকেটারদের ৩৫ লাখ টাকা বোনাস দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (২৩ জুলাই) টিম হোটেলে নারী ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে এসে এই ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

একইসঙ্গে নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা হক পিংকিকে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বিসিবি বস।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১০৭ রানের অনাবদ্য এক ইনিংস খেলেছিলেন ফারজানা। ওয়ানডেতে দেশের কোনো নারী ক্রিকেটারের এটিই প্রথম সেঞ্চুরি।

পাশাপাশি মারুফা আক্তারসহ বেশ কয়েকজন ক্রিকেটার ছিলেন সিরিজজুড়ে দুর্দান্ত ফর্মে। যে কারণে তাদেরও আলাদাভাবে পুরস্কৃত করছে বোর্ড।

জুলাই ২৪, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: