বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ০৭:৫০, ১৬ মার্চ ২০২৩

ঢাকা: দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে দেশের আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সংবাদমাধ্যমকে বলেন, বুধবারের বৃষ্টির রেশ বৃহস্পতিবারও থাকবে। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একাধিক স্থানে কালবৈশাখীর আঘাত হানারও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, কালবৈশাখীর প্রবণতা ২২ মার্চ পর্যন্ত থাকবে।
মার্চ ১৬, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: