• ঢাকা

  •  সোমবার, মে ১৯, ২০২৫

জেলার খবর

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

 প্রকাশিত: ১৬:০২, ১৮ মে ২০২৫

ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল  নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজ  গেটের সামনে এসে শেষ হয় প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার।
বক্তব্য দেন গৌরীপুর উপজেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, আল ইমরান খান, মহিউদ্দিন তালুকদার আকাশ, সদস্য তাওহীদুল ইসলাম সরকার, গৌরীপুর পৌর শাখা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, সদস্য শাহীনুল ইসলাম হৃদয়, ইসলামাবাদ ফাজিল মাদরাসা শাখা ছাত্রদলের সভাপতি রিফাত মিয়া, সাধারণ সম্পাদক কাদেমুল হক, রামগোপালপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি আনোয়ার  হোসেন, বোকাইনগর ইউনিয়ন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, ছাত্রদল নেতা আশিকুজ্জামান সিয়াম, সৌরভ সরকার, মো. জিসান মিয়া, মো. রিফাত. মো. জুয়েল মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদলের একজন নেতা ছিলেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের  দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নয়তো আমরা বিচারের দাবিতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: