ঈদুল আযহা সামনে রেখে গবাদিপশু চুরি প্রতিরোধে মতবিনিময় সভা

ছবি- সংগৃহীত
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গবাদিপশু চুরি, ছিনতাই ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার (২১ মে) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এতে অংশ নেন স্থানীয় থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান উপজেলা ভুমি কর্মকর্তা জনবার ইকবাল হোসাইন , জনপ্রতিনিধি, বিভিন্ন পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা ঈদকে কেন্দ্র করে গবাদিপশু পরিবহন, কেনাবেচা ও হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পশু চুরি,প্রতারণা, ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “ একজন খামারি কৃষক তার সম্ভল হিসেবে গরু পালন করে থাকে, তাদের গরু যদি চুরি হয়ে যায় তাহলে তাদের সব কিছু শেষ হয়ে যায়। গরু যদি চুরি না হয় সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পশু চুরিরোধে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে বিশেষ টহলের ব্যবস্থা থাকবে।”
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ওবায়দুর রহমান বলেন আমাদের পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ নিয়ে পাহারাদার বৃদ্ধি করতে হবে, স্থানে স্থানে গিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, গ্রামে গ্রামে ইয়ং জেনারেশন দের এগিয়ে আসতে হবে।
এছাড়াও সভায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, পশুর হাটে নজরদারি বাড়ানো এবং তথ্যভিত্তিক সহযোগিতার জন্য একটি হটলাইন চালুর বিষয়েও আলোচনা হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা ঈদের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: