• ঢাকা

  •  রোববার, মে ২৫, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে ভূমি মেলা: আধুনিক সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা

মোঃ আরিফুল হক

 প্রকাশিত: ১৪:২৬, ২৫ মে ২০২৫

ঈশ্বরগঞ্জে ভূমি মেলা: আধুনিক সেবা পেয়ে খুশি সেবাগ্রহীতারা

ছবি- সংগৃহীত

“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। রবিবার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান ।

উপস্থিত ছিলেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মো রুখতিয়ার হোসেন, উপজেলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, হেলাল উদ্দিন সোহাগী ইউনিয়ন, আরিফ হোসেন বড়হিত ইউনিয়ন, মফিজুল ইসলাম সদর ইউনিয়ন, বদরুল ইসলাম উচাখিলা ইউনিয়ন সহ আরও অনেকেই।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, “ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নাগরিকবান্ধব সেবা নিশ্চিত করতেই এ মেলার আয়োজন। সাধারণ মানুষ যাতে ভোগান্তি ছাড়াই ভূমি সংক্রান্ত সকল সেবা পায়, সেটাই আমাদের লক্ষ্য।” মেলায় ছিল অনলাইনে খতিয়ান যাচাই, নামজারি আবেদনের সহায়তা, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ডিজিটাল ভূমি ম্যাপ প্রদর্শনসহ বিভিন্ন সেবা স্টল। এসব স্টলে আগত সাধারণ মানুষ তাৎক্ষণিক সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। সেবাগ্রহিতা মো. দেলোয়ার হোসেন বলেন, “এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি এখানে এসেই আমার জমির খতিয়ান চেক করে দেখতে পারলাম। আগে এসব কাজের জন্য উপজেলা অফিসে বারবার যেতে হতো।”

সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, “ভূমি সংক্রান্ত সবধরনের সেবা ডিজিটাল মাধ্যমে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মেলার মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে পেরেছি।” ভূমি মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরাও অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে শতাধিক মানুষ সেবা গ্রহণ করেন। স্থানীয়দের মতে, এমন ভূমি মেলা নিয়মিত আয়োজন হলে তারা বড় উপকার পাবেন।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: