• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

জেলার খবর

নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তির দাবীতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল

 প্রকাশিত: ১৫:৫১, ২১ নভেম্বর ২০২৫

নারী সমাবেশে হামলার বিচার ও শাস্তির দাবীতে গৌরীপুরে বিক্ষোভ মিছিল

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত নারী সমাবেশে হামলার বিচার ও ঘটনার দলীয় তদন্তপূর্বক শাস্তির দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টায় গৌরীপুর পৌর শহরে ধানমহালস্থ কৃষ্ণচূড়া চত্বরে জাতীয়তাবাদী মহিলা দল গৌরীপুর উপজেলা শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন তৌহিদা জান্নাত লোটাস, সমলা, পপি, সুফিয়া, মমতাজ বেগম, রিনা বেগম, রিতা আক্তার, মিনা আক্তার, লিপি বেগম, মাজেদা বেগম, সাহেরা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর গৌরীপুর পৌর শহরে  নারী সমাবেশ আয়োজন করা হয়। একই দিনে বিএনপি মনোনীত প্রার্থী  ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের পক্ষে আরেক সমাবেশ আয়োজন করা হয় এখান থেকে ১ কিলোমিটার দূরে গৌরীপুর সরকারি কলেজে হোস্টেল মাঠে।  ওই সমাবেশের শেষ পর্যায়ে আমাদের নারী সমাবেশে হামলা করে মঞ্চ ভাঙচুর ও নারীদের উপর আঘাত করে আহত করা হয়। এতে অনেকের হাত, পা, মাথায় আঘাত লাগে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। 
বক্তারা অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা নিচ্ছেনা। পাশাপাশি আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানান। 
মামলার বিষয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রাথমিক তদন্তশেষে মামলা নেয়া হবে। 
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: