• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিনোদন

ভারতীয় সিনেমা ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর অস্কার জয়

নিউজ ডেস্ক:

 আপডেট: ০৮:২৯, ১৩ মার্চ ২০২৩

ভারতীয় সিনেমা ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ এর অস্কার জয়

৯৫তম অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেলো ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

ছবিটি সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রে বিভাগে মনোয়ন পেয়েছিল। এবার সেরার সেরা হলো তামিল ভাষায় নির্মিত এই তথ্যচিত্র। 

এই বিভাগে মনোনয়নের দিক থেকে এটি তৃতীয় ভারতীয় ছবি। এর আগে ১৯৬৯ সালে ‘দ্য হাউস দ্যাট আনন্দা বিল্ট’ এবং ১৯৭৯ সালে ‘অ্যান এনকাউন্টার উইথ ফেসেস’ ছবি দুটি ভারত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেরা তথ্যচিত্র বিভাগে।

ভারত থেকে রয়েছে তিন তিনটি মনোনয়ন। আরআরআর' ছবির নাটু নাটু গানটি রয়েছে সেরা অরিজিনাল সং ও ফিচার তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি। যদিও জিততে পারেননি শৌনক। এখন ভরসা ‘নাটু নাটু’-তেই।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় রবিবার (১২ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে অস্কারের এবারের আসর।  

জিমি কিমেল তৃতীয়বারের মতো অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন।

সেরা ছবির জন্য এবার ১০টি সিনেমা প্রতিদ্বন্দ্বিতা করছে। সেগুলো হলো - অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার, দ্য ব্যানশিস অফ ইনিশারিন, এলভিস, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ানস, দ্য ফ্যাবেলম্যানস, তার, টপ গান: ম্যাভেরিক, ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস এবং উইমেন টকিং।

মার্চ ১৩, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: