• ঢাকা

  •  সোমবার, মে ৬, ২০২৪

ভিনদেশ

বিশ্বের উচ্চতম ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটি’

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ১১:২৩, ৩১ অক্টোবর ২০১৮

বিশ্বের উচ্চতম ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটি’

ঢাকা: 'স্ট্যাচু অব লিবার্টি'র দ্বিগুণ উচ্চতার 'স্ট্যাচু অব ইউনিটি' উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাতের মুখ্যন্ত্রী থাকাকালীন সর্দার বল্লভভাই পটেলের এই মূর্তি তৈরির স্বপ্ন দেখা শুরু করেছিলেন তিনি। আজ ৩১ অক্টোবর (বুধবার) সেই স্বপ্ন সাকার হলো।

এই মূর্তি উন্মোচনের ফলে ভারত পেলো বিশ্বের উচ্চতম ভাস্কর্য।

গুজরাতের কেড়ওয়াড়িতে নর্মদা নদীর তীরে ১৮২ মিটার উচ্চতার সর্দার পটেলের এই মূর্তি। ২ হাজার ৯৯০ কোটি টাকা ব্যয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে। ২০১৪ সাল থেকে মূর্তি তৈরির কাজ শুরু হয়।

মূর্তিটির নকশা তৈরি করেছেন পদ্মভূষণ প্রাপ্ত স্থপতি রাম ভি সূতর। এটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে ৫ হাজার ৭০০ মেট্রিক টন স্টিল, ২২ হাজার ৫০০ মেট্রিক টন সিমেন্ট, ১৮ হাজার ৫০০ মেট্রিক টন স্টিলের রড এবং ১৮.৫ লক্ষ কেজি ব্রোঞ্জ ক্ল্যাডিং।

মূর্তির ১৫৩ মিটার উচ্চতায় রয়েছে গ্যালারি। এতে ২০০ জন একসঙ্গে যেতে পারবেন।

অক্টোবর ৩১, ২০১৮

মন্তব্য করুন: