• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভিনদেশ

লিবিয়ায় বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১১৩০০, নিখোঁজ ১০ হাজারের বেশি

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৯:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৩

লিবিয়ায় বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১১৩০০, নিখোঁজ ১০ হাজারের বেশি

ছবি: সংগৃহীত

লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ ছাড়িয়েছে। ভারী বর্ষণে দুটি বাঁধ ভেঙ্গে ব্যাপক বন্যার পরে অনুসন্ধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।

সুনামির আকারের ফ্ল্যাশ বন্যা লিবিয়ার উপকূলীয় শহর দেরনাকে বিধ্বস্ত করার এক সপ্তাহ পরও অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকায় আন্তর্জাতিক সাহায্য বাড়িয়েছে।

জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, বন্যাকবলিত অঞ্চলের বাসিন্দাদের মধ্যে শুধুমাত্র দেরনায় গৃহহীন ৩০ হাজার। কলেরা, ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং অপুষ্টির ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে বিশুদ্ধ পানি, খাদ্য, আশ্রয় এবং মৌলিক সরবরাহের খুব প্রয়োজন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) লিবিয়ার সেক্রেটারি-জেনারেল মারি এল-ড্রেস, এপি-কে (অ্যাসোসিয়েটেড প্রেস) বলেছেন ভূমধ্যসাগরীয় শহরে আরো ১০ হাজার ১০০ লোক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দেরনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার। ঝড়ে দেশের অন্যান্য অঞ্চলে প্রায় ১৭০ জনের মৃত্যু হয়েছে।

সেপ্টেম্বর ১৮, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: