• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ভিনদেশ

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ১৩ হাজারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৭:০৭, ১৭ মে ২০২০

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ১৩ হাজারে পৌঁছেছে

মহামারি করােনাভাইরাস বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ১২ হাজার ৯০০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। অন্যদিকে, সুস্থ হয়েছেন প্রায় ১৮ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

আন্তর্জাতিক জরীপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ি, বিশ্বের মোট ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬০ জনের। 

তাছাড়া একই সময়ে সনাক্ত হয়েছেন আরও ৯৫ হাজার ৬০০ জন। এখন পর্যন্ত এই ভাইরাসে মোট ৪৭ লাখ ১৭ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় ২৩ হাজার ৪৮৮ জন। মারা গেছেন ১ হাজার ২১৮ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ১১৩ জনে।

তাছাড়া, স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০৪ জন, ইতালিতে ১৫৩ জন, ফ্রান্সে ৯৬ জন, ব্রিটেনে ৪৬৮ জন, তুরষ্কে ৪১ জন, রাশিয়ায় ১১৯ জন, ইরানে ৩৫ জন, ব্রাজিলে ৮১৬ জন, কানাডায় ১১৭ জন, জার্মানিতে ২৬ জন, বেলজিয়ামে ৪৬ জন, নেদারল্যান্ডে ২৭ জন, পেরুতে ১৩১ জন, ভারতে ১১৮ জন, পর্তুগালে ১৩ জন, সু্ইডেনে ২৮ জন, সৌদি আরবে ১০ জন, মেক্সিকোয় ২৯০ জন, আয়ারল্যান্ডে ১৫ জন, ইকুয়েডরে ৯৪ জন, পাকিস্তানে ৩১ জন, চিলিতে ২৭ জন, জাপানে ১২ জন, পোল্যান্ডে ৮ জন, রোমানিয়ায় ২৪ জন, ইউক্রেনে ২১ জন, ফিলিপাইনে ১১ জন, ইন্দোনেশিয়ায় ১৩ জন, আফগানিস্থানে ১৫ জন, কলম্বিয়ায় ১৬ জন, মিশরে ২০ জন, কুয়েতে ১১ জন, বলিভিয়ায় ১২ জন, আর্জেন্টিনায় ৭ জন, সুদানে ৬ জন ও আলজেরিয়ায় ৬ জন মারা গেছেন।

বাংলাদেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩১৪ আর আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৯৯৫ জন আর সুস্থ হয়েছেন ৪ হাজার ১১৭ জন।

মে ১৭, ২০২০

মন্তব্য করুন: