• ঢাকা

  •  মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

ভিনদেশ

আমেরিকার সংসদ ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ০৪:৪২, ৭ জানুয়ারি ২০২১

আমেরিকার সংসদ ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব, নিহত ১

যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ক্যাপিটল হিলের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াশিংটন ডিসি'র মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে তারা বিভিন্ন ধরণের অন্তত ৫টি বন্দুক জব্দ করেছে।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরের পরই আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি'তে আমেরিকার আইন-প্রণেতারা যখন নভেম্বরের রাষ্ট্রপতি নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন তখন ট্রাম্প সমর্থকরা বিক্ষোভ, ভাঙচুর করতে করতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ঢুকে পড়ে।

এ সময় পুলিশ কংগ্রেস সদস্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। কয়েক ঘণ্টা ক্যাপিটল ভবন কার্যত দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে। এই শোরগোলের মধ্যে বাইডেনের জয় অনুমোদনের জন্য কংগ্রেস অধিবেশন স্থগিত করা হয়। হামলা চলাকালে ভবনের ভেতরে আগ্নেয়াস্ত্র তাক করার খবর পাওয়া গেছে।

সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজধানী শহর ওয়াশিংটনে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্ফু জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে এই কার্ফু কার্যকর থাকবে।

হামলার প্রেক্ষিতে ফেসবুক ঘোষণা করেছে যে তারা আগামী ২৪ ঘণ্টা ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক পেজ থেকে কোন পোস্ট অনুমোদন করবে না। এর আগে ট্যুইটারও ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করে দিয়েছে।

পুলিশ বিভাগের প্রধান জানিয়েছেন আহত কয়েকজন পুলিশ অফিসারকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিবিসি জানায়, দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক 'আমেরিকা বাচাও' নামক একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসে। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন। এর পরেই তার সমর্থকরা ক্যাপিটলে ঢুকে পড়ে তান্ডব চালায়।

এই ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন 'গণতন্ত্রের ওপর হামলা'র ঘটনায় 'ক্যানাডিয়ানরা অত্যন্ত চিন্তিত।'

অন্যদিকে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবার্টো ফার্নান্দেজ জো বাইডেনের প্রতি তার সমর্থন জানিয়েছেন এবং সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

তাছাড়া, কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন এবং কংগ্রেসের সদস্যদের প্রতি তার সমর্থন জানিয়েছেন।

চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা 'গণতান্ত্রিক প্রক্রিয়া পরিবর্তনের প্রয়াস'এর নিন্দা জানিয়েছেন।

২০০ বছর পর ফের যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে আগ্রাসন দেখলো বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরণের আগ্রাসন হলো। ১৮১৪ সালেওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জালিয়ে দেয়।

জানুয়ারি ৭, ২০২১

মন্তব্য করুন: