• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভিনদেশ

থাইল্যান্ডে নাইটক্লাবে আগুনে মৃত্যু ১৩, আহত ৪০

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১২:৪২, ৫ আগস্ট ২০২২

থাইল্যান্ডে নাইটক্লাবে আগুনে মৃত্যু ১৩, আহত ৪০

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের চোন বুরি প্রদেশে একটি নাইটক্লাবে আগুন লেগে অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত হয়েছেন ৪০ জন।

শুক্রবার (৫ আগস্ট) ভোরে সাত্তাহিপ জেলার একটি জনবহুল এলাকায় অবস্থিত মাউন্টেইন বি নামে এই নাইটক্লাবতে আগুন লাগে।

সাওয়াং রোজানা থামমাসাথান ফাউন্ডেশনের বরাত দিয়ে ব্যাংক পোস্ট জানায়, নাইটক্লাবটিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আগুন লাগে। এ সময় ক্লাবটিতে অনেক মানুষ ছিল।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ভবন থেকে আগুন ও ধোঁয়া বেরোলে লোকজন নিরাপত্তার জন্য দৌড়াচ্ছে এবং চিৎকার করছে। কয়েকজনকে আগুনে পুড়ে যাওয়া দেহ নিয়ে দৌড়াতে দেখা গেছে।

আগুনে ৯ জন পুরুষ ও ৪ জন মহিলার মৃত্যু হয়েছে। ক্লাবের একতলা বিল্ডিংয়ের সামনে চারটি পোড়া মৃতদেহ পাওয়া গেছে। এছাড়া তিনটি পুরুষদের বিশ্রামাগারে, একটি ডিজে বুথে এবং পাঁচটি ক্যাশিয়ার বুথে পড়ে থাকতে দেখা গেছে।

ফ্লু তা লুয়াং পুলিশের প্রধান পোল কর্নেল উত্তিপং সোমজাই বলেছেন, নিহতদের সবাই থাইল্যান্ডের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

নাইটক্লাবের সুপারভাইজার থানিয়াপাট সোর্নসুওয়ানহিরান বলেন, তিনি ক্লাবের ছাদে আগুন জ্বলতে দেখেন। পরে তিনি এবং নিরাপত্তারক্ষীরা সামনের দরজা দিয়ে গ্রাহকদের বের করার চেষ্টা করেছিলেন।

চোন বুরি পুলিশ কমান্ডার পোল মেজর জেনারেল অথাসিত কিটজাহান বলেছেন, আগুনে প্রায় ৪০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, এরমধ্যে আটজনের অবস্থা গুরুতর।

আগস্ট ৫, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: