• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

ভিনদেশ

ভারতে কয়লা খাদান ধসে ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ১৭:৪৫, ৯ জুন ২০২৩

ভারতে কয়লা খাদান ধসে ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে বেআইনি কয়লা খাদান ধসে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও খাদানে আরো মানুষ চাপা পড়ে থাকার আশঙ্কা করছে প্রশাসন।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার বলেন, ‘ভারত কোকিং কোল লিমিটেডের (বিসিসিএল) খোলামুখ খনিতে ধস নেমেছে। আমরা একটি মৃতদেহ উদ্ধার করতে পেরেছি। একজনের মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত। আরো মৃত্যুর দাবি খতিয়ে দেখা হচ্ছে। আমরা বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সূত্রের খবরে আনন্দবাজার জানায়, শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ১০টা নাগাদ ভোওরা কোলিয়ারি এলাকায় ধস নামে। জায়গাটি ধানবাদ শহর থেকে ২১ কিলোমিটার দূরে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি খাদানে কয়লা উত্তোলনের কাজ করেন। ধসের পর স্থানীয় মানুষ ভিতর থেকে তিনটি দেহ বের করতে পেরেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। আমার আশঙ্কা ভিতরে আরো দেহ আছে।

জুন ৯, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: