পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে লবি করেছিলেন ড. ইউনুস

পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন আটকাতে মুহাম্মদ ইউনূসকে দায়ী করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। হিলারি ক্লিনটনের সঙ্গে যোগসাজশে ড. ইউনূস ও বাংলাদেশের এক পত্রিকার সম্পাদকের ভূমিকার কথাও বলেছেন তিনি।
বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসের বিদায়ের বিষয়ে কথা বলেন শেখ হাসিনা।
জাতীয় পার্টির সংসদ সদস্য মাঈদুল ইসলামের এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, “আমাদের দেশের কোন এক স্বনামধন্য পত্রিকার সম্পাদক আর উনি (ইউনূস) মিলে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে… আমেরিকার ফরেন সেক্রেটারি হিলারি ক্লিনটনসহ এদের সকলের লবিংয়ে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের টাকা দেওয়াটা বন্ধ করে দেওয়া হলো।”
দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্পে অর্থায়ন আটকে দিয়েছিল বিশ্ব ব্যাংক। পরে বিশ্ব সংস্থাটিকে বাদ দিয়ে নিজেদের অর্থেই এই সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ২০১৮ সালের মধ্যে এই সেতু খুলে দেওয়ার আশা করছে সরকার। সুত্র: এএলবিডি.ওআরজি
জানুয়ারি ২৬, ২০১৭
মন্তব্য করুন: