• ঢাকা

  •  বুধবার, আগস্ট ৬, ২০২৫

বাংলাদেশ

নওগাঁর সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ১০:৩০, ২৩ জানুয়ারি ২০২০

নওগাঁর সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলার সংলগ্ন এলাকার নীলমারী বিলে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলী পাড়ার স্বন্দীপ কুমার (২৪), কাঁটাপুকুর গ্রামের কামাল হোসেন (৩২) ও চকবিষ্ণপুর দিঘিপাড়ার মফিজ উদ্দিন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) রাতে কয়েকজন বাংলাদেশি নাগরিক গরু আনার জন্য ভারতে যান। বৃহস্পতিবার ভোরে ফিরে আসার পথে পেছন থেকে তাদেরকে গুলি করেন ভারতের ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ।

এতে ভারত সীমান্তের ৮০০ গজ ভেতরে স্বন্দীপ কুমার ও কামাল হোসেন মারা যান। আর বাংলাদেশ সীমান্তের ২০০ গজ ভেতরে মারা যান মফিজ উদ্দিন।

নওগাঁ ১৬ বিজিবির হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, তিন বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাঁদের দুইজন ভারতীয় সীমান্তের ভেতরে ও অপরজন সীমান্তের বাংলাদেশ প্রান্তে মারা গেছেন। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

জানুয়ারি ২৩, ২০২০

মন্তব্য করুন: