• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

বাংলাদেশ

বান্দরবানে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা, আতঙ্কে মৃত্যু আরও ১ জনের

নিজস্ব প্রতিনিধি

 প্রকাশিত: ০২:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০২০

বান্দরবানে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা, আতঙ্কে মৃত্যু আরও ১ জনের

বান্দরবান: বান্দরবানে দুর্বৃত্তের গুলিতে আওয়ামী লীগ নেতা বাচনু (৬০) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও ৫ জন।

নিহত বাচনু জামছড়ি মুখপাড়ায় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আহতরা হলেন- মংক্য চিং (২৫), ক্য প্রু মং (৪০), আদাসে (৩২) ,লা মং সিং (৩৫), সাবেক মেম্বার উ চ থোয়া (৬০)। এরা সবাই একই এলাকার বাসিন্দা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জামছরি মুখপাড়ার একটি চায়ের দোকানে আড্ডারত অবস্থায় তাঁদের উপর গুলি চালানো হয়।

রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য অং প্রু জানিয়েছেন, এ ঘটনায় আতঙ্কিত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন তাঁরা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে চলে যায়। এ সময় গুলিতে ঘটনাস্থলে ওই আওয়ামী লীগ এই নেতার মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার সঙ্গে পাহাড়ের কোন সন্ত্রাসীগোষ্ঠী জড়িত কি না, সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি পুলিশ ও ওই এলাকার জনপ্রতিনিধি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কারা এই ঘটনার সাথে জড়িত সেই তদন্ত চলছে।

ফেব্রুয়ারি ২৩, ২০২০

মন্তব্য করুন: