• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

বাংলাদেশ

বরিশাল সিটির নতুন মেয়র আ.লীগের আবুল খায়ের আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ০৭:৫৮, ১৩ জুন ২০২৩

বরিশাল সিটির নতুন মেয়র আ.লীগের আবুল খায়ের আব্দুল্লাহ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। বিপুল ভোটে বিজয়ী হয়ে ভাতিজা সাদিক আবদুল্লাহর চেয়ারে বসছেন চাচা আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রের তথ্যানুযায়ী, খোকন সেরনিয়াবাত নামে পরিচিত ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ নৌকা প্রতীকে ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ভোট চলাকালে হামলার শিকার ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট।

লড়াইয়ে আসতে পারেননি ভোটের ব্যাপক প্রচার চালানো জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। একই অবস্থা নির্বাচনে অংশ নিয়ে বিএনপি থেকে বহিষ্কার হওয়া টেবিলঘড়ি প্রতীকের কামরুল আহসান রূপনের। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘড়ি ৭ হাজার ৯৯৯ এবং  লাঙ্গল ৬ হাজার ৬৬৫ ভোট পেয়েছে।

বরিশালে মেয়র পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয়ভাবে নির্বাচনে প্রার্থী হয়েছে চারজন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মো. ইকবাল হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করীম (হাতপাখা) ও জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (গোলাপফুল)।

৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯, মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯। ১২৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে।

জুন ১২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: