কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার

সমীর চন্দ
কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ডিসি (মিডিয়া) মো. তালেবুর রহমান।
তিনি বলেন, সমীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে হাজির করা হবে।
পুলিশ জানায়, সমীরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে।
২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন সমীর চন্দ।
এসবিডি/এবি
মন্তব্য করুন: