• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

জেলার খবর

বরিশালে বাস দুর্ঘটনায় ৮ যাত্রী নিহত, আহত ২৫

নিজস্ব প্রতিবেদক

 আপডেট: ১৫:১৫, ২৯ মে ২০২২

বরিশালে বাস দুর্ঘটনায় ৮ যাত্রী নিহত, আহত ২৫

বরিশাল: বরিশালের উজিরপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আট যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ২৫ বাসযাত্রী আহত হয়েছেন।

রবিবার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে উজিরপুর উপজেলার শানুয়ার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আর্শাদ সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা থেকে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল যমুনা লাইন পরিবহনের বাসটি। ভোরে উপজেলার শানুয়ার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সাতজন মারা গেছেন। আর ঘটনাস্থলে মারা গেছে একজন। গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

তিনি আরো জানান, নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন। হতাহতদের তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি।

মে ২৯, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: