• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জেলার খবর

তাড়াশে শেখ হাসিনার জন্মদিনে ৭৬ হাজার গাছের চারা বিতরণ সঞ্জিতের কর্মকারের

 আপডেট: ১৭:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২২

তাড়াশে শেখ হাসিনার জন্মদিনে ৭৬ হাজার গাছের চারা বিতরণ সঞ্জিতের কর্মকারের

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার গাছের চারা বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। 

বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পে বসবাসরত মানুষের মাঝে এ ফলজ বৃক্ষের চারা রোপণ উদ্বোধন করেন তিনি। পরে আশ্রয়নে বসবাসকারী পরিবারগুলোর মাঝে নিজ হাতে মিষ্টি বিতরণ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  আব্দুল খালেক তালুকদার, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাগুরা বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামরুজ্জামান রাজু, রোকনুজ্জামান মামুন, দেশীগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান-সহ অনেকে।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ৭৬ হাজার ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করবেন তিনি। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

সেপ্টেম্বর ২৮, ২০২২

মন্তব্য করুন: