সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
ছবি- সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় ময়মনসিংহের গৌরীপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের পাটবাজারস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে আহাম্মদ তায়েবুর রহমান হিরণের নির্দেশনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়াপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মন্ডল, মুহাম্মদ শাহজাহান সিরাজ, সদস্য মোঃ আব্দুল মান্নান তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম ভূইয়া এনাম, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান হানিফ, সদস্য জিয়াউর রহমান জিয়া ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির প্রমুখ।
বক্তারা বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেন এবং বিএনপির মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণসহ ২৪ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ মনোনয়ন পরিবর্তন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আমিনুল ইসলাম।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: