ঢাকা প্রতিদিন পত্রিকার বিজয়নগর প্রতিনিধির উপর হামলা
ছবি- সংগৃহীত
দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বিজয়নগর প্রতিনিধি হাবিবের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার আউলিয়া বাজারে। হামলায় হাবিব সহ দুইজন আহত হয়। হামলার ঘটনায় হাবিব বাদী হয়ে বিজয়নগর থানায় ৩ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
আসামীরা হলো- বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামাল পুর কলোনীর বুধু মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (২৫), অহিদ মিয়ার ছেলে মোঃ ইব্রাহিম (২৭) ও সৈয়দ আলীর ছেলে মোঃ বাবু মিয়া (২৩)।
অভিযোগসূত্রে জানা গেছে, ভিটি দাউদপুর গ্রামে হাঁস-মুরগি, বসতবাড়ি থেকে স্বর্নালংকার চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চার চোরকে আটক করে। আটকের পর ফাঁড়িতে চোরের স্বীকারোক্তিমূলক বক্তব্য রেকর্ড করে হাবিব ফেসবুকে আপলোড করে। এর জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় আউলিয়া বাজারে হাবিবের উপর অভিযুক্ত আটককৃত চোরের সক্রিয় ৭-৮ জন সদস্য অতর্কিত হামলা করে। হামলাকারিরা সক্রিয় মাদক ব্যবসায় জড়িত।
অভিযোগসূত্রে আরও জানা গেছে, হামলার ঘটনায় হাবিবের ব্যবহৃত ৪০ হাজার টাকা মূল্যের একটি এন্ড্রয়েট মোবাইল ফোন ও তাঁকে বাঁচাতে আসা আইয়ুব আলীর ব্যবহৃত ৩০ হাজার টাকা মূল্যের একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও আইয়ুব আলীর পিঠার দোকান থেকে নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়।
হামলার বিষয়ে বিজয়নগর উপজেলা প্রতিনিধি হাবিব জানান, গত ২২ নভেম্বর বিজয়নগর পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের চুরির ঘটনায় আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চার চোরকে আটক করা হয়। চোর আটকের নিউজ করায় তার উপর অতর্কিত হামলা হয়েছে বলে জানান তিনি। হামলার ঘ্টনায় হামলাকারীদের শাস্তির দাবী জানিয়েছেন তিনি।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: