গৌরীপুরের অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষার শিক্ষকদের বিদায় সংবর্ধনা
ছবি- সংগৃহীত
শারীরিক শিক্ষাবিদ সমিতি, গৌরীপুরের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শারীরিক শিক্ষার শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও খলতবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় এর শারীরিক শিক্ষার শিক্ষক আবুল বাশার স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২নভেম্বর) নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষাবিদ সমিতি, গৌরীপুর এর সভাপতি আব্দুল মালেক। সঞ্চালনা করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার শারীরিক শিক্ষা শিক্ষক আমিরুল মোমেনিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রুকুন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আজিজুল হক, খলতবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল আজিজ, লংকাখোলা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন।
যাদেরকে বিদায় সংবর্ধনা দেয়া হয় তাঁরা হলেন গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক আব্দুল আজিজ, শালিহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় এর শারীরিক শিক্ষা শিক্ষক আব্দুল মান্নান, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এর শারীরিক শিক্ষা শিক্ষক মোঃ আব্দুল মালেক, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয় এর শারীরিক শিক্ষা শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের একেএম সাইফুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষাবিদ সমিতির সাধারণ সম্পাদক মনজুর আহমেদ বাহার। বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ রুকুন উদ্দিন, প্রধান শিক্ষক আজিজুল হক, মোহাম্মদ আলী সিদ্দিকী, একেএম সাইফুল হক, আব্দুল আজিজ, কামাল হোসেন, সৈয়দ আযহারুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ রহমতুল্লাহ প্রমুখ।
সভাশেষে খলতবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক আবুল বাশার এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রুকুন উদ্দিন।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: