• ঢাকা

  •  মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫

জেলার খবর

ময়মনসিংহ -৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ 

 আপডেট: ২৩:৩১, ২৪ নভেম্বর ২০২৫

ময়মনসিংহ -৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ 

ছবি- সংগৃহীত

১৪৭ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তন ও আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে। সোমবার বিকালে  উপজেলার মাওহা  ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ভুটিয়ারকোনা বাজারে এই কর্মসূচি আয়োজন করা হয়। 

বক্তরা বলেন, বিগত ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে হিরণ ভাই গৌরীপুরে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এই অঞ্চলের মানুষ বিএনপির প্রার্থী হিসাবে হিরণ ভাইকে দেখতে চায়। যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে এলাকার মানুষ খুব বেশি চিনেন না। তাই মনোনয়ন পরিবর্তন,  হিরণ সহ ২৪ নেতা-কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার ও হিরণকে ধানের শীষে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার দাবি জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদার,বিএনপি নেতা নেকবর আলী, নরুল হক মেম্বার, স্থানীয় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু যুবদল সভাপতি হায়দার আলী, মাওহা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন, যুব নেতা আলী জাহান,মাওহা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আঃমান্নান, ছাত্রনেতা তৌহিদ , উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য বায়েজিদ , শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম স্বপন, সোহাগসহ আরো অনেকে।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: