• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

জেলার খবর

বাগেরহাটে নারকেল তেল প্রস্তুতকারককে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি:

 প্রকাশিত: ২৩:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২২

বাগেরহাটে নারকেল তেল প্রস্তুতকারককে জরিমানা

ছবি: সময়বিডি.কম

বাগেরহাট: বাগেরহাটে একাধিক তেল কোম্পানির লেভেল আলাদা আলাদা ভাবে বোতলজাত করে বিক্রি করায় সিয়াম কোকোনাট ওয়েল মিলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কারখানার মালিক নজরুল ইসলাম বালিকে জরিমানা এবং উদ্ধার করা লেভেল পুড়িয়ে ধ্বংস করে।

একাধিক তেল কোম্পানির লেভেল আলাদা আলাদা ভাবে বোতলজাত করে বিক্রি করার ঘটনাটির বিষয়টি নিয়ে কোম্পানিকে জরিমানার পাশাপাশি কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে বাগেরহাটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, তেল ব্যবসায়ীরা একই তেল আলাদা আলাদা ভাবে বোতলজাত করে বাজারে বিক্রি করছে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং কঠোর ভাবে সতর্ক করা হয়েছে। কারখানায় তেল উৎপাদন করে, একটি কক্ষে বিভিন্ন ব্রান্ডের দশটি কোম্পানির লেভেল লাগিয়ে বাজারজাত করে বলে জানান তিনি।

সেপ্টেম্বর ২৯, ২০২২

সুব্রত কুমার মুখার্জী/এবি/

মন্তব্য করুন: