• ঢাকা

  •  মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

জেলার খবর

পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

আটোয়ারী প্রতিনিধি:

 প্রকাশিত: ০৯:৩৮, ৩ জানুয়ারি ২০২৩

পিরানহা মাছ বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

ছবি: সময়বিডি.কম

আটোয়ারী (পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্রিনিষিদ্ধ রাক্ষুসে মাছ পিরানহা বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ১৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম এই জরিমানা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, রবিবার বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ শুনে মৎস্য কর্মকর্তা-সহ ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালায়। এতে ১৫ কেজি পিরানহা মাছ জব্দসহ উপজেলার ছোটদাপ গ্রামের বশির উদ্দীনের ছেরে মাছ ব্যবসায়ী মোঃ কাজল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ উপজেলা পরিষদ চত্ত্বরে প্রকাশ্য জনসম্মুখে মাটিতে পুতে দেওয়া হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুসফিকুল আলম হালিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জানুয়ারি ৩, ২০২২

মোঃ রবিউল হক/এবি/

মন্তব্য করুন: