• ঢাকা

  •  শুক্রবার, মে ৩০, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

মোঃ আরিফুল হক

 প্রকাশিত: ১৯:২৭, ২৮ মে ২০২৫

ঈশ্বরগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

ছবি- সংগৃহীত

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ শুরু হয়। বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে দিনব্যাপী এই পার্টনার কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) কংগ্রেস কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমির সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার ডা.উম্মে হাবিবা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান,পার্টনার কংগ্রেস প্রকল্পের মনিটরিং অফিসার সালাউদ্দিন কায়সার,অতিরিক্ত কৃষি অফিসার আবদুল ওয়াহেদ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপস্থিত কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান জানান,আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুন্ন রাখা এবং বাণিজ্যিকিকরণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা করছি আমরা। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্টনার প্রকল্পের দল গঠন করে সমবায় বিভাগের নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: