গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ছবি- সংগৃহীত
‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য একটি র্যালী উপজেলার পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে যুগান্তর স্বজন সমাবেশ কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নয়ন কুমার দাস, মহসিন মিয়া, নিজাম উদ্দিন, হারুন-অর-রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ, ফরিদ মিয়া, রাজিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক খায়রুন্নাহার শাহানা, নাট্য সম্পাদক আজিম উদ্দিন, সহকারী ক্রিড়া সম্পাদক মোঃ রুহুল্লাহ, সদস্য ফজলে এলাহী, আনোয়ার হোসেন ও বোকাইনগর ইউনিয়ন কমিটির সভাপতি ঋতুশ্রী রায় প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: