• ঢাকা

  •  সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

জেলার খবর

জাতীয় নির্বাচনের আগে পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে 

 আপডেট: ২২:১৫, ৮ অক্টোবর ২০২৫

জাতীয় নির্বাচনের আগে পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে 

ছবি- সংগৃহীত

পৃথিবীতে প্রায় শতাধিক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। এতে জাতীয় সংসদে ছোট বড় সকল দলের অংশ গ্রহণ থাকে। বাংলাদেশে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বন্টন হয় পিআর পদ্ধতিতে। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া সাধারণ মানুষের অধিকার আদায় হবে না, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর পদ্ধতি চালু করতে হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। 

ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সুধী সমাবেশে এসব কথা বলেন, অনুষ্ঠানের প্রধান মেহমান ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাহতারাম আব্দুল করিম।

গৌরীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা বদরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু ইউসুফের সঞ্চালনায় বুধবার বিকালে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মুহাদ্দিস মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রেটারি এডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী।এছাড়াও এতে বক্তব্য দেন- গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, ইসলামাবাদ ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা রুকন উদ্দিন, পুম্বাইল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আলী খান, চান্দের সাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক, ব্যবসায়ী আবুল কালামসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা দেশ ও জাতির কল্যাণে পিআর পদ্ধতি চালু ও জুলাই সনদ বাস্তবায়ন এবং তার আলোকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে জনমত গড়ে তুলতে সুধীজনদের প্রতি আহবান জানান।   

 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: