• ঢাকা

  •  সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

জেলার খবর

ইলিশ নিয়ে প্রতারণা ঠেকাতে ৭ ফেসবুক পেজ নিবন্ধন

 প্রকাশিত: ১০:২৫, ১১ অক্টোবর ২০২৫

ইলিশ নিয়ে প্রতারণা ঠেকাতে ৭ ফেসবুক পেজ নিবন্ধন

ছবি: সংগৃহীত

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা ও ক্রেতাদের হয়রানি ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল জেলা প্রশাসন। এজন্য প্রথমবার নিবন্ধন পেলে সাতটি ফেসবুক পেজ।

সম্প্রতি ৪৪টি আবেদন যাচাই-বাছাই করে এই সাতটি পেজকে নিবন্ধন দেওয়া হয়।

নিবন্ধন পাওয়া ফেসবুক পেজগুলো হলো– ইলিশ ভাইয়া চাঁদপুর, মাছ পল্লী, একিন সপ, তাজা ইলিশ ডট কম, ইলিশ রানী, রুপালী বাজার, সজীব ইলিশের বাজার চাঁদপুর। এই সাতটি নিবন্ধিত পেজ থেকে ইলিশ কিনলে কেউ প্রতারিত হবেন না। 

অনলাইনে ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন বহু ক্রেতা। এসব ঠেকাতে এবার এই বিশেষ পদক্ষেপ নিল জেলা প্রশাসন। 

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নিবন্ধন পাওয়া ব্যবসায়ীদের তালিকা দেওয়া হবে জেলা প্রশাসনের ওয়েবসাইটে। প্রতিবছর এই প্রক্রিয়া চালু থাকবে এবং এর জন্য লাগবে না কোনো টাকা। তবে কেউ ব্যবসা বন্ধ রাখলে বাতিল হবে নিবন্ধন।

এসবিডি/এবি

মন্তব্য করুন: