• ঢাকা

  •  মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

অপরাধ

চুয়াডাঙ্গায় জহুরুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 প্রকাশিত: ১৯:২৭, ৩০ আগস্ট ২০২৩

চুয়াডাঙ্গায় জহুরুল হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ছবি: সময়বিডি.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ইজিবাইকচালক জহুরুল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে দুই বছর কারাদণ্ড এবং দুইজনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মাসুদ আলি এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন - ফজলুর রহমান, দীপক কুমার ও আবু সুফিয়ান।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গার ফার্মপাড়ার জহুরুলের ইজিবাইক ছিনতাই করতে ২০১১ সালের ১০ আগস্ট দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কের পাশে বেগুনক্ষেতে তাকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিরা হলেন - ফজলুর রহমান, শ্রী দীপক কুমার, আবু সুফিয়ান, দিলন, আনোয়ার হোসেন ও জয়নাল হাওলাদার।

আদালতে ১২ জনের স্বাক্ষ্য শেষে আজ (বুধবার) অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

আসামিদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজলুর রহমান এবং দুই বছর দণ্ডপ্রাপ্ত আসামি জয়নাল হাওলাদার পালাতক। খালাস পেয়েছেন দিলন ও আনোয়ার।

আগস্ট ৩০, ২০২৩

সালাউদ্দীন কাজল/এবি/

মন্তব্য করুন: