• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

অপরাধ

টোল প্লাজা ফাঁকি দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে তরুণ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৯:০৯, ৭ জুলাই ২০২২

টোল প্লাজা ফাঁকি দিয়ে মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতুতে তরুণ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে মাওয়া প্রান্তের টোল প্লাজায় দায়িত্বরত কর্মীদের চোখ এড়িয়ে সেতুতে উঠেছে খালেদ মাহফুজ (২২) এক তরুণ। পরে সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় এলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনীর টহল দল তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক খালেদ মাহফুজের বাড়ি নড়াইলের নড়াগাতী থানার পানিপারা গ্ৰামে। তিনি মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। 

পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সংবাদমাধ্যমকে জানায়, পদ্মা সেতুর টোল আদায়ের জন্য রয়েছে দুটি টোল প্লাজা। একটি জাজিরার নাওডোবায়, আরেকটি মুন্সিগঞ্জের মাওয়ায়। যানবাহন ঢাকা যাওয়ার সময় জাজিরার প্রান্তে টোল দিয়ে সেতুতে ওঠে। আর ঢাকার যানবাহন দক্ষিণে যাওয়ার জন্য মাওয়া প্রান্তে টোল দিয়ে সেতুতে ওঠে।

মাওয়া প্রান্তের টোল প্লাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দল, টোল আদায়কারী কর্মকর্তা–কর্মচারী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা সার্বক্ষণিক থাকেন। তাদের চোখ এড়িয়ে ও টোল না দিয়ে এক তরুণ মোটরসাইকেল চালিয়ে সেতুতে ওঠেন। পুরো সেতুতে কেউ থাকে থামাননি। সেতু থেকে জাজিরা প্রান্তে নামার সময় বিষয়টি সেখানে টহলরত সেনা সদস্যদের নজরে আসে। তখন তারা তাকে আটক করে দুপুর ১২টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করে। মাহফুজ এখন পদ্মা সেতু দক্ষিণ থানা হেফাজতে রয়েছেন।

মাওয়া প্রান্তের টোল প্লাজায় কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের চোখ এড়িয়ে কীভাবে এ ঘটনা ঘটল জানতে চাইলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘টোল প্লাজায় টোল আদায়, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কাজে অনেক পক্ষ কাজ করছে। তা ছাড়া টোল প্লাজায় প্রতিবন্ধক রয়েছে। এত কিছু এড়িয়ে কীভাবে ওই তরুণ মোটরসাইকেল চালিয়ে সেতুতে উঠল, সেটি আমারও প্রশ্ন। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে বলেন,  সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে ওই তরুণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দুর্ঘটনার আশঙ্কা থাকায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। অথচ ওই সেতুর এতোসব চোখ ফাঁকি দিয়ে কিভাবে সে মোটরসাইকেল নিয়ে উঠতে পারলো এটাই এখন রহস্য!

জুলাই ৭, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: